Forum
24
bd

















1. First of all registration here 2. Then Click on Be a trainer or writer button 3. Collect your trainer or writer id card from trainer master 4. And create post here for earn money! 5. For trainer 100 tk minimum withdraw 6. For writer 500 tk minimum withdraw 7. Payment method Bkash Only
obaydulbc obaydulbc
Trainer

2 years ago
obaydulbc

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২



৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক বিষয়াবলির মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ২০২২ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য-বিষয়ক কপ-১৫ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং, চীন
খ. মন্ট্রিল, কানাডা
গ. দোহা, কাতার
ঘ. কায়রো, মিসর

২. কপ-২৬ সম্মেলনে প্রদর্শিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
খ. জেরেমি চুয়া
গ. রাজীব মহাজন
ঘ. রেজওয়ান শাহরিয়ার

৩. সম্প্রতি (১ ডিসেম্বর ২০২২) জি-২০ জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে কোন দেশ?
ক. মালদ্বীপ
খ. আফগানিস্তান
গ. নেপাল
ঘ. ভারত

৪. কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
ক. আর্জেন্টিনা
খ. ফ্রান্স
গ. ক্রোয়েশিয়া
ঘ. মরক্কো

৫. ‘রাবাত’ কোন দেশের রাজধানী?
ক. কাতার
খ. মিসার
গ. ব্রুনেই
ঘ. মরক্কো

৬. জাতিসংঘের সমুদ্রসংক্রান্ত কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৬৮
খ. ১৯৮২
গ. ১৯৭৮
ঘ. ১৯৮০

৭. করোনার টিকাদান হারের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম

৮. রাশিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপনকারী কার্চ সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ১৯ কিলোমিটার
খ. ২৯ কিলোমিটার
গ. ৩৯ কিলোমিটার
ঘ. ৪৯ কিলোমিটার

৯. ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করেন কে?
ক. লিওনেল মেসি
খ. লুকা মদরিচ
গ. এমিলিয়ানো মার্তিনেজ
ঘ. কিলিয়ান এমবাপ্পে

১০. ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য–সুবিধাটি কার?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. বিশ্বব্যাংক
ঘ. ইউনেসকো

১১. ‘G-20 সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত হয় কোথায়?
ক. নয়াদিল্লি, ভারত
খ. বেইজিং, চীন
গ. বালি, ইন্দোনেশিয়া
ঘ. রোম, ইতালি

১২. টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ক. ইলন মাস্ক
খ. রিচার্ড ব্র্যানসন
গ. জেফ বেজোস
ঘ. মার্ক জাকারবার্গ

১৩. ২০২২ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. ডেনমার্ক
ঘ. নিউজিল্যান্ড

১৪. Global Climate Fund (GCF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. রোম
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. লন্ডন

১৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হবে?
ক. ৯.২৫ শতাংশ
খ. ৯.১০ শতাংশ
গ. ৯.৩৫ শতাংশ
ঘ. ৯.৭৫ শতাংশ

১৬. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্যদেশ কতটি?
ক. ৮১টি
খ. ৮৯টি
গ. ৭৮টি
ঘ. ৯৬টি

১৭. অষ্টম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ কে হয়েছেন?
ক. বিরাট কোহলি
খ. সূর্যকুমার যাদব
গ. মার্ক উড
ঘ. স্যাম কারেন

১৮. IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম, ইতালি
খ. ওসাকা, জাপান
গ. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ঘ. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

১৯. ‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও পাকিস্তান
গ. চীন ও পাকিস্তান
ঘ. ভারত ও চীন

২০. বাংলাদেশ ‘ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি)’ সদস্য পদ লাভ করে কত সালে?
ক. ১৯৭৩
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫



মডেল টেস্ট-২ (আন্তর্জাতিক বিষয়াবলি)-এর উত্তর

১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ ।


×

Alert message goes here

Plp file


Category
Utube fair

pixelLab দিয়ে নিজের নাম ডিজাইন ও Mocup

Paid hack

App link topup